Home / বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি / ড্রোন বানাচ্ছে শাবি শিক্ষার্থীরা, এপ্রিলে উড়বে
ড্রোন বানাচ্ছে শাবি শিক্ষার্থীরা

ড্রোন বানাচ্ছে শাবি শিক্ষার্থীরা, এপ্রিলে উড়বে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার তৈরি করছে ড্রোন বিমান। দীর্ঘ সময়ের গবেষণা শেষে নকশা তৈরী করা হয়েছে। এখন চলছে বিভিন্ন ডিভাইস সংযোজন।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবালের তত্বাবধানে ড্রোন বিমান তৈরীর দলে গবেষক প্রধান হিসেবে কাজ করছেন পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল।

তিনি কিছুদিন আগেই দৃস্টিপ্রতিবন্ধীদের জন্য একটি নতুন ডিভাইস তৈরি করেছিলেন।

এছাড়াও রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি কর্মকার এবং মারুফ হোসেন রাহাত।

সৈয়দ রেজওয়ানুল হক নাবিল জানান, আপাতত নিজেদের টাকাতেই কাজ চলছে। তবে এক্ষেত্রে কোন প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে এগিয়ে আসলে আরও বড় পরিসর এবং দ্রুত কাজ শেষ করা সম্ভব।

নাবিল জানান, গত বছর মার্চ-এপ্রিল থেকে তারা কাজ শুরু করেছেন। এখন তারা মূল কাজ শুরু করেছেন। তবে এতে আরও তিন-চার মাস সময় লাগবে বলে নাবিল জানান।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ