Home / বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি / আসছে নতুন অপারেটিং সিস্টেম মিডোরো

আসছে নতুন অপারেটিং সিস্টেম মিডোরো

midori
নতুন বছরে বিদায় ঘণ্টা বাজাতে যাচ্ছে দীর্ঘ দিনের কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ’। এই জায়গায় আসছে নতুন প্লাটফর্মের অপারেটিং সিস্টেম ‘মিডোরি’।

অপারেটিং সিস্টেম তৈরিতে গবেষণা করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে টিকে থাকতে নতুন প্লাটফর্মের অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি।
কিন্তু মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য জানা যায়নি।

জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে খুব গোপনে ‘মিডোরি’ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। মিডোরি ডেভেলপে ব্যবহৃত হচ্ছে প্রোগ্রামিং ভাষা ‘এম শার্প’।

আর ‘মিডোরি’ নামের অপারেটিং সিস্টেমটি ডেভেলপে নেতৃত্ব দিচ্ছেন মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের ভাইস চেয়ারম্যান টেরি মেয়ারসন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ