ক্রিকেট…ফুটবল…লন টেনিসে বলবয়-বলগার্লদের দেখা যায়। একটাই কাজ বল মাঠের বাইরে চলে গেলে কুঁড়িয়ে এনে যোগান দেওয়া। তেমনি এক ভূমিকায় সোমবার দেখা গেছে সরকারি দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য অপু উকিলকে। তবে বলগার্ল নয় তাকে বলা যাবে ‘ইটাগার্ল’। কারণ তিনি ইটা সংগ্রহ করে তা যোগান দিচ্ছিলেন দলের কর্মীদের। তারা তা ছুঁড়ে মারছিলেন প্রতিপক্ষের দিকে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনেই সন্ত্রাস ছড়াচ্ছিলেন। তবে এসময় ফোনেও ব্যস্ত ছিলেন অপু। ক্যামেরায় বন্দি হয় তার সেই ‘ইটা সংগ্রহের’ চিত্র। দেখা যায় ইটের ভাঙা টুকরো এগিয়ে দিচ্ছেন কোনো সহ-হামলাকারীকে।
অথবা নিজেই ইটের বড় টুকরো কংক্রিটের রাস্তায় ছুঁড়ে ছোট টুকরো করছেন। এ সময় মোবাইল ফোনেও ব্যস্ত দেখা যায় অপু উকিলকে। সংসদে কথার তুবড়ি ফুটিয়ে অপু নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বারবার। টকশোতে যুক্তি-তর্কেও যথেষ্ট পারদর্শীতা দেখিয়েছেন। এবার রাজপথে রাখলেন আরেক যোগ্যতার সাক্ষর। ছবি সংগৃহীত।

‘ইটাগার্ল’ অপু উকিল!