১৮ দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিজ দলের ৩৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ। অবিলম্বে গ্রেফতারকৃত এসব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি। গতকাল সংবাদমাধ্যমে এক বিবৃতিতে তিনি নেতাকর্মীদের মুক্তি দাবি করে বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে মার্চ ফর ডেমোক্র্যাসির মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে জনগণ শরিক হতে না পারে এজন্য রাজধানীকে অবরুদ্ধ করা হয়েছে। প্রশাসন ’৭১-এর হানাদার বাহিনীর মতো আচরণ করেছে। গ্রেফতার করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম এবং কেন্দ্রীয় নেতা এসএম মিন্টুসহ অনেককে। জাফর দাবি করেন, প্রেসক্লাবে আয়োজিত জাতীয় পার্টির সংহতি সমাবেশে যাওয়ার পথে তাকেও গ্রেফতারের চেষ্টা হয়।
সুপ্রিমকোর্টের ভেতরে ঢুকে আইনজীবীদের ওপর চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান জাফর। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এটা না হলে রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলন শহরে, নগরে এবং সমস্ত জনপদে ছড়িয়ে পড়বে।
