Home / রাজনীতি / ক্যাচ আউট

ক্যাচ আউট

ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্যাচ আউট হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দলটির অপর অংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে দলের ঢাকা মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এরশাদকে বারবার মহাজোট ছাড়ার কথা বললেও তিনি ছাড়েননি। অবশেষে সব কূল হারিয়ে তিনি মহাজোট ছাড়লেন। তাও আবার লেজ পেঁচিয়ে রাখলেন। এসময় তিনি এরশাদকে ভানুমতির খেলা বন্ধ করারও আহ্বান জানান।

১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কাজী জাফর বলেন, ২৯ ডিসেম্বর গণতন্ত্র রক্ষার এই অভিযাত্রা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেবো।

এসময় তিনি বলেন, আমি হয়তো গ্রেফতার হতে পারি। কিন্তু আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করালেও নিজের সিন্ধান্ত থেকে সরবো না।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ