বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে দলটির সিনিয়র নেতাসহ বিশিষ্ট নাগরিকদের প্রবশ করতে না দেওয়ায় উদ্বেগ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। বুধবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান, বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিবৃতিতে তারা বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবন এবং কার্যালয়ে সিনিয়র নেতা এবং বিশিষ্ট নাগরিকদের সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢুকতে না দিয়ে বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। সরকারকে এই অগণতান্ত্রিক আচরণ থেকে বেরিয়ে স্বাভাবিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তারা।
