Home / রাজনীতি / ওয়েবসাইট ইউটিউব ফেসবুকে আওয়ামী লীগ

ওয়েবসাইট ইউটিউব ফেসবুকে আওয়ামী লীগ

দলের কর্মকাণ্ড প্রচারে ডিজিটাল হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ জন্য একটি ওয়েবসাইট, একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ চালু করেছে দলটি। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা আরও বিপুলসংখ্যক মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে, মতামত যাচাই করতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ওয়েবসাইট (www.albd.org), ইউটিউব চ্যানেল (http:/www.youtube.com/myabld) এবং একটি ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949) চালু করা হয়েছে। এই পেজের সমস্ত আপডেট অর্থাৎ বিভিন্ন খবর, ছবি, ভিডিও সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এর দায় বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে। এতে আরও বলা হয়, কিন্তু বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নামে আরও অনেক পেজ চালু রয়েছে এবং সেসব পেজ থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এসব পেজের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই এবং পেজগুলোর কোনো প্রকার কার্যক্রমের দায়ভার দল বহন করবে না।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ