জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পুতুলনাচের রাজা আখ্যা দিয়েছেন নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ। তিনি বলেন, এরশাদ যখন যেমন ইচ্ছা তেমনই করেন। চাইলে কাউকে বহিষ্কার করেন, আবার কাউকে বড় পদেও বসিয়ে দেন। আবার নাকি গলফ খেলতেও যান। উনি (এরশাদ) যদি আটকই হয়ে থাকেন, তাহলে সিএমএইচে বসে এসব করেন কী করে? গতকাল বিকালে বনানীর একটি হোটেলে প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাজী জাফর বলেন, আমি এই পুতুলনাচের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে ছেড়ে চলে আসছি। খালেদা জিয়ার ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্র্যাসির সঙ্গে একাত্দতা ঘোষণা করে সেই আন্দোলনে যোগ দেওয়ার কথা জানান তিনি।
