শত্রুতা করে বিএনপি’র দুই নেতা-কর্মীর সাত বিঘা জমির ১৫০টি আম গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। বুধবার গভীর রাতে নাটোর শহরতলীর হাজরা নাটোরে এ ঘটণা ঘটে। এ ঘটণায় ক্ষতিগ্রস্থ ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী জানায়, শহরতলীর হাজরা নাটোরের বিএনপি নেতা শহীদুল ইসলাম ও কর্মী আয়নাল হোসেন ১৪ বিঘা জমিতে দুই বছর আগে ৩০০টি উন্নত জাতের আমের গাছ লাগায়। বুধবার গভীর রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে অর্ধেক জমির আম রুপালী, ল্যাংড়া, লকনা, কালুয়াসহ উন্নত জাতের ১৫০টি আম গাছ কেটে ফেলে।
আয়নাল হোসেনে জানান, এতে তাদের প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিবেশী অরুন পাহানদের সাথে তাদের অন্য জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে, সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেও তারা জানান।