Home / রাজনীতি / খালেদা প্রথম প্রেম ভুলতে পারেননি: নাসিম

খালেদা প্রথম প্রেম ভুলতে পারেননি: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা নির্বাচনে বিশ্বাস করে কিন্তু খালেদা জিয়া জামায়াতকে ছাড়া নির্বাচন করতে চান না। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, নির্বাচনী ট্রেন যখন গন্তব্যে পৌঁছে গেছে তখন বিরোধী দলীয় নেত্রী বলছেন আমরা আলোচনা করবো। কিন্তু এই নির্বাচনের আগে আর কোনো আলোচনা হবে না। এই নির্বাচনের পর পরবর্তী নির্বাচনের জন্য আলোচনা হবে এবং এর জন্য অনেক সময় পড়ে রয়েছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম আরও বলেন, পাকিস্তানের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে আপনি বলেছেন মর্মাহত হয়েছেন; কিন্ত একবারও মুখ দিয়ে আপনি নিন্দা ও প্রতিবাদ জানাননি। এর মানে হচ্ছে আপনি আপনার সব প্রেম ভুলতে পারলেও প্রথম প্রেম ভুলতে পারেননি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ