ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী নিজ মাদরাসায় ফিরেছেন। রাত সাড়ে ৮টার দিকে শীর্ষ গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে তিনি বারিধারার মাদরাসায় ফিরেন। সন্ধ্যার পর তাকে তার বারিধারার কার্য্যালয় থেকে ওই সংস্থার কয়েকজন সদস্য এসে নিয়ে যায়। ২৪ শে ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে আজ দুপুরে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যায় দ্বিতীয় দফায় তাকে নেয়া হয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। দুপুরে পৌনে একটার দিকে বারিধারার কার্যালয় থেকে র্যাবের সাদা পোশাকধারী এক কর্মকর্তা তাকে সদর দপ্তরে নিয়ে গিয়েছিল। হেফাজত নেতারা জানান, বেলা ৩টার কিছু আগে তাকে ছেড়ে দেয়া হয়। পরে তিনি নিজ মাদরাসায় ফিরে আসেন। হেফাজত নেতারা জানান, বেলা ১২টার পর র্যাব-১এর এক কর্মকর্তা এ সময় কাসেমীকে ১০ মিনিটের জন্য সদরদপ্তরে যেতে অনুরোধ করেন। তিনি নিজের অসুস্থতা এবং সমাবেশ নিয়ে ব্যস্ততার কথা জানান। কিন্তু তাতে পিছপা হননি র্যাবের ওই কর্মকর্তা। মাওলানা কাসেমীকে কর্মকর্তা বলেন, ১০ মিনিট পর আপনাকে এখানে পৌঁছে দেয়া হবে। সমাবেশ নিয়ে ঊর্ধতন কর্মকর্তারা আপনার সঙ্গে কথা বলতে চান। পরে কাসেমীকে গাড়িতে করে সদর দপ্তরে চলে যান র্যাব কর্মকর্তা।