Home / নির্বাচন / আজ ২২শে ডিসেম্বর, রোববার জাপান পার্লামেন্টের সামনে প্রবাসীদের বিক্ষোভ ও মানব বন্ধন

আজ ২২শে ডিসেম্বর, রোববার জাপান পার্লামেন্টের সামনে প্রবাসীদের বিক্ষোভ ও মানব বন্ধন

আজ ২২শে ডিসেম্বর, রোববার জাপান পার্লামেন্টের সামনে প্রবাসীদের
বিক্ষোভ ও মানব বন্ধন

প্রহসনের নির্বাচন বাতিল,অব্যাহত খুন,গুম,মিডিয়া ক্যু ও অবৈধ,সাজানো,ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কতৃক জামায়াত ইসলামী বাংলাদেশের এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল,শিক্ষক ,বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবি আব্দুল কাদের মোল্লাকে মিরপুরের কুখ্যাত কসাই কাদের সাজিয়ে গোয়েবলসীয় কায়দায় নির্মম বিচারিক হত্যার প্রতিবাদে “সেভহিউম্যানিটি ইন বাংলাদেশ,জাপান”র উদ্দোগে জাপান প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন ২২শে ডিসেম্বর’২০১৩, রোববার,সকাল ৯টায়, টোকিও’র KASUMIGASEKI স্টেশন সংলগ্ন জাপান পার্লামেন্টের সামনে অনুষ্টিত হবে।
সেভহিউম্যানিটি ইন বাংলাদেশ,জাপান এর আহবায়ক আব্দুল মালেক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাপান প্রবাসী সকল বাংলাদেশীদেরকে উপস্থিত হয়ে প্রতিবাদে শামিল হওয়ার আহবান জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ