Home / আইন / এরশাদের মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টের লিগ্যাল নোটিশ

এরশাদের মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টের লিগ্যাল নোটিশ

supreme courtসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি চেয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আজ মঙ্গলবার সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবালের লিগ্যাল নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেন । নোটিশে উল্লেখ করা হয়, অসুস্থতার অজুহাত দেখিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে অবৈধভাবে আটক করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এরশাদকে মুক্তি না দিলে হাইকোর্টে একটি রিট দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে। নোটিশে আরো বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে সরকার র‌্যাবের মাধ্যমে ধরে নিয়ে গেছে, পরে তার শারীরিক অসুস্থতার কথা বলে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করেছে। তাকে ধরে নেওয়া এবং আটক রাখা অবৈধ। তাকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি না দিলে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ