সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। একই দাবিতে বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিবে দলটি। আজ সোমবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর বনানীতে অবস্থিত দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এ কর্মসূচি ঘোষণা করেন। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এরশাদকে বারিধারার বাসা থেকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয় অসুস্থ হওয়ায় এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
