বিএনপির যুগ্ম-মহাসচিব ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহল কবির রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারগার থেকে বারডেম হাসপাতালে নেয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় কারাগার থেকে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ভোর রাতে শাহবাগের শিশুপার্কের সামনে বাসে পেট্রোল দিয়ে আগুন লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।