Home / জেলার খবর / নোয়াখালীতে মঙ্গলবার হরতাল

নোয়াখালীতে মঙ্গলবার হরতাল

NoakhaliDistrictনোয়াখালীতে পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক ১৮ দলে নেতাকর্মী হত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮-দলীয় জোট।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান হরতাল আহ্ববান করেন।

এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় যগ্ম-মহাসচিব এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের মাইজদীস্থ নিজ বাসভবনে ১৮ দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার বিনোদপুরে যুবদলকর্মী সোহাগ হত্যা, সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী-যুবলীগ কর্তৃক শিবির নেতা হাফেজ জোবায়ের হোসাইন হত্যা, সোনাইমুড়ী-বেগমগঞ্জ সীমান্ত এলাকায় জামায়াত সমর্থক খোরশেদ আলম হত্যা এবং কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী হত্যা, ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ১৮ দলের নেতারা। এর প্রতিবাদে নোয়াখালীতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল-সন্ধ্যা-হরতালের সিদ্ধান্ত নেন ১৮ দলের নেতারা।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ