সৌদি আরবে দুই বাংলাদেশির মারামারিতে মারা গেছেন একজন, দেশের রাজনীতি নিয়ে বদানুবাদ থেকে এই মারামারি বাাঁধে বলে সৌদি গেজেট জানিয়েছে।
রোববার দক্ষিণ জেদ্দার একটি বাড়িতে লাশ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের তদন্তে মারামারির কারণ বেরিয়ে আসে বলে সৌদি আরবের সংবাদপত্রটির অনলাইন সংস্করণে বলা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি। জানানো হয়নি গ্রেপ্তার বাংলাদেশির পরিচয়ও। তবে আটক ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হলে তারা তার বন্ধুসহ পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন পুলিশ জানতে পারে দেশের রাজনীতি নিয়ে এই ব্যক্তির সঙ্গে তার এক স্বদেশীর প্রায় তর্কবিতর্ক হত।
পুলিশ ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকাসহ তার আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আল-গুলাইল জেলার একটি বাড়ি থেকে আটক করে।