জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মুক্তি দাবিতে রোববার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয় পার্টি।
শনিবার বিকেলে সিলেটে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর মুক্তির দাবিতে সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে আব্দুল্লাহ সিদ্দিকী রোববার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, “যারা জাতীয় পার্টির নামে নির্বাচনে অংশ নিচ্ছে তারা দালাল।”
সমাবেশে সিলেট মহানগর মহিলাপার্টির সভানেত্রী শিউলী আক্তারও বক্তব্য রাখেন।