নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৫টার দিকে রামগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে জামায়াত শিবিরের তাণ্ডবের শিকার নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি, টুপামারী এবং লক্ষ্মীচাপ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি পলাশবাড়ি বাজার এবং হরতকিতলা, রামগঞ্জ বাজার এবং লক্ষ্মীচাপ কাচাঁরী বাজার পরিদর্শন শেষে লক্ষ্মীচাপ কাঁচারী উচ্চ বিদ্যালয় মাঠে আ.লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সদরের বাসায় ফেরার পথে তার ওপর এ হামলা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।