Home / রাজনীতি / রাষ্ট্রপতিকেও ফোন করেছিলেন বান কি মুন

রাষ্ট্রপতিকেও ফোন করেছিলেন বান কি মুন

বাংলাদেশের চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন।

জানা গেছে, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন সেই একই দিনে ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলেন বান কি মুন। তখন জাতিসংঘের মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফরে এসে শেষ দিনের মতো ঢাকায় ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে আলাপে মুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন।
সূত্র: ইউএনবিf

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ