জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিন আসন থেকেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী লালমনিরহাট ১, রংপুর ৩ ও ঢাকার ১৭ এই তিন আসন থেকেই মনোনয়ন প্রত্যাহার করেন।
আজ বুধবার পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের মুখপাত্র এডভোকেট কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা শুনেছি লালমনিরহাট ও রংপুর এ দু’টি আসন থেকে স্যার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
ঢাকাতেও মনোনয়ন প্রত্যাহারের আবেদন পত্র পাঠিয়েছেন। তবে সেখানে তারিখ ভুলের কারণে পুনরায় আবেদন পাঠানো হয়েছে।