Home / রাজনীতি / খালেদার সঙ্গে বৈঠকে বসেছেন চীনের ৫ সদস্যের প্রতিনিধি দল

খালেদার সঙ্গে বৈঠকে বসেছেন চীনের ৫ সদস্যের প্রতিনিধি দল

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন । আজ বুধবার রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। উক্ত প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন- দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাসচিব লু ঝাওহুই। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি ঝুনও এই দলে রয়েছেন। এই বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ