Home / জেলার খবর / সিলেটে পুলিশ বহনকারী ২ গাড়িতে আগুন

সিলেটে পুলিশ বহনকারী ২ গাড়িতে আগুন

shylet_1জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেট নগরীতে পুলিশ সদস্যদের বহনকারী দুটি গাড়িতে আগুন দিয়েছে শিবিরের নেতা-কর্মীরা। বুধবার সকাল আটটার দিকে নগরীর দর্শণদেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিসংযোগের ফলে একটি লেগুনা ও একটি টেম্পো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ধাওয়া করে শিবির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর রাজারগলি থেকে মিছিল বের করে শিবির। মিছিলটি দর্শণদেউড়ি এলাকায় পৌঁছলে শিবিরকর্মীরা রাস্তার ওপর ভ্যানগাড়ি ও পিলার ফেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও অন্তত পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

এদিকে, পুলিশ দর্শণদেউড়ি এলাকায় অবস্থানকালে আম্বরখানা পেট্রল পাম্পের সামনে তাদের বহনকারী একটি লেগুনা ও টেম্পোতে আগুন দিয়ে পালিয়ে যায় শিবিরের নেতা-কর্মীরা। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগরীতে মিছিল করেছেন ১৮-দলের নেতা-কর্মীরা। মিছিলটি সকাল ১০টায় বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জেল রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ