জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের রায় দেয়া হবে বৃহস্পতিবার। দলটির আইনজীবী বেলায়েত হোসেন এ কথা জানিয়েছেন।
গত ৭ মার্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত রিটটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজাউল হকের ডিভিশন বেঞ্চে এ রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট জিয়াউল হাসানসহ ২৫ জন। জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে দলটি নিবন্ধনের অযোগ্য বলে রিটে দাবি করা হয়। এতে বলা হয়, জামায়াত নীতিগতভাবে জনগণকে সকল ক্ষমতার উত্স বলে মনে করে না। একই সঙ্গে আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাকেও স্বীকার করে না।