Home / বিনোদন / প্রতিবাদমুখর প্রমিথিউস

প্রতিবাদমুখর প্রমিথিউস

এবার প্রতিবাদী গান নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ডদল প্রমিথিউস। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা ও তার প্রতিকার নিয়ে তার প্রকাশ করতে যাচ্ছেন নতুন অ্যালবাম। নাম ‘এভাবে দিন অন্ধের মতো চলতে পারে না’।

অ্যালবামটিতে গান রয়েছে মোট পাঁচটি। যা লিখেছেন কবি রেজাউদ্দিন স্টালিন। সুর ও সংগীতের পাশাপাশি সব গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল বিপ্লব। এর আগের অ্যালবামটির মতোই এই অ্যালবামের গানগুলোও অনলাইনে প্রকাশ করবে প্রমিথিউস। গতকাল অ্যালবামের টাইটেল গানটি ডব্লিউ ডব্লিউ প্রমিথিউস ডটকম এবং ডব্লিউ ডব্লিউ লেভেলজিরোবিডি ডটকম ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা। শিগগিরই অ্যালবামের অন্যান্য গান প্রকাশ করবে প্রমিথিউস।

বিপ্লব বলেন, দেশের এই সঙ্কটময় মুহূর্তে নিজস্ব দায়বদ্ধতা থেকেই অ্যালবামটি প্রকাশ করছি। দেশের সঙ্কট ও সমসাময়িক বিষয় নিয়েই অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ