বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার ও সোমবার ১২ ঘন্টা করে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ১৮ দল।
হরতাল সফল করতে শনিবার জেলার সব থানা ও পৌর ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা এবং পরের দিন সোমবার একই দাবিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। টানা দুই দিন দিনের বেলা ১২ ঘন্টা করে হরতাল সফল করতে নির্দেশ দেয়া হয়েছে নেতাকর্মীদের।
শুক্রবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গায়েবানা জানাজা শেষে জেলা ১৮ দলের আহবায়ক ভিপি সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।