রাজশাহী বিভাগের ৮ জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে রাজশাহী মহানগর ছাত্রদল।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি শরিফ উদ্দিন জুয়েলকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী শান্ত এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল পালন করা হবে।