Home / জেলার খবর / ছাত্রদল নেতাদের মুক্তি দাবি: রংপুর বিভাগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ছাত্রদল নেতাদের মুক্তি দাবি: রংপুর বিভাগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

rangpur_5122জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবের মুক্তি দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় আগামী সোমবার সকাল সন্ধা হরতাল ডাকা হয়েছে।শনিবার দুপুরে রংপুর নগরীর পায়রা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মাহফুজুন্নবী ডন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক মনিরুজজামান হিজবুল প্রমুখ।

এর আগে দুপুরে ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমবেশ করে। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের মুক্তি দাবি করে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয় তাদের মুক্তি দেয়া না হলে লাগাতার হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ