আগামী সোমবার নড়াইলে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হরতালের ঘোষণা দেন ছাত্রদলের জেলা সভাপতি শাহরিয়ার রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, ছাত্রদল নেতা রাজীব আহম্মেদ, আরিফুল আকবর মিল্টন, শরিফুল ইসলাম টুটুল, মুন্সী বায়েজিদ বিল্লাহ, মাহমুদুল হাসান সনি, ফরিদ বিশ্বাস, আলিফুজ্জামান, খান মাহবুব রেজা, মাহমুদুল হাসান, অনয় কবীর, সাদিয়ার রহমান প্রমুখ।