Home / রাজনীতি / ১৮ দলের গায়েবানা জানাজা

১৮ দলের গায়েবানা জানাজা

gaibana janajaদুই দফা অবরোধ কর্মসূচি চলাকালে নিহত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সারা দেশে ১৮ দল গায়েবানা জানাজা নামাজ আদায় করে। অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

খুলনা : টাউন জামে মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত জানাজায় এম নূরুল ইসলাম, নজরুল ইসলাম মঞ্জু, মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শফিকুল আলম মনা, অধ্যাপক আবদুল মতিন, শেখ সিরাজুল ইসলাম ও লতিফুর রহমান লাবু উপস্থিত ছিলেন।

ফেনী : জুমার নামাজের পর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন অ্যাডভোটেক আবু তাহের, জিয়া উদ্দন মিস্টার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সামছুদ্দিন, অধ্যাপক এমএ খালেক, মনোয়ার হোসেন দুলাল, অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। এছাড়া একই সময়ে সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৮ দলীয় জোটের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন বাবলু, সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, খুরশিদ আলম ভূঁঞা, ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, মাওলানা মোস্তফা, একেএম বদরুদ্দোজা প্রমুখ।

পিরোজপুর : জুমার নামাজ শেষে ডাকঘর সড়কে জেলা ১৮ দল গায়েবানা জানাজার আয়োজন করে। জানাজায় অংশ নেন গাজী নুরুজ্জামান বাবুল, লিয়াকত আলী সেখ বাদশা, নজরুল ইসলাম খান, আঃ সালাম বাতেন, সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, মির্জা জহুরুল হক, নাদের খান রাজু, আফজাল হোসেন টিপু, আহসানুল কবীর লীনের, আসাদুজ্জামান বাবর, মজিবর রহমান শেখ প্রমুখ।

নারায়ণগঞ্জ : নগর বিএনপির উদ্যোগে দুপুর দেড়টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খান, সুরুজ্জামান সুরুজ, অ্যাডভোকেট হামিদ খান ভাষানী ভূঁইয়া, নুরুল হক চৌধুরী দীপু, আকতার হোসেন খোকন শাহ, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক হোসেন, আনোয়ার হোসেন আনু, ইব্রাহিম সরদার প্রমুখ।

সিরাজগঞ্জ : বাদ জুমা ইসলামিয়া কলেজ মসজিদের হাফেজ আবদুল্লাহর ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আজিজুর রহমান দুলাল, আলমগীর হোসেন প্রমুখ।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ