চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খোরশেদ আলমের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত তিনটার দিকে হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। এ বিষয়ে খোরশেদ আলম কাউকে দায়ী করেননি। পারিবারিক বিরোধের জের ধরে কেউ এ কাজ করতে পারে বলে ধারণা করছেন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে জাপার খোরশেদ আলম ও আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।