পটুয়াখালী: দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবা-ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আ স ম ফিরোজ (আওয়ামী লীগ) এবং ছেলে রায়হান সাকিব (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঋণ সংক্রান্ত জটিলতার কারণে আ স ম ফিরোজের মনোনয়নপত্র বাতিল হতে পারে এমন আশঙ্কায় তার ছেলে রায়হান সাকিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
যদিও একই আশঙ্কায় কেন্দ্র থেকে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক সাংসদ আজিজ খন্দকারের ছেলে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজাকে।
এছাড়াও এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম (স্বতন্ত্র) এবং জাতীয় পার্টি থেকে দিদার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।