Home / জেলার খবর / শিবগঞ্জে ককটেলের আঘাতে বিএনপি কর্মী নিহত

শিবগঞ্জে ককটেলের আঘাতে বিএনপি কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী গোলাম রাব্বানীর নেতাকর্মীদের ককটেলের বিস্ফোরণে বিএনপির এক কর্মী নিহত হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছে আরও ৮/১০ জন। তবে শিবিরের দাবি আওয়ামী লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে ১৮ দলের দুই কর্মী নিহত হয়েছে।

Chapai-pic-120131202195908প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীর সমর্থকরা দুপুরে শিবগঞ্জ-কানসাট সড়কে মিছিল বের করে।

মিছিলটি পুকুরিয়া এলাকায় এলে সেখানে সড়কে অবরোধ পালন করা ১৮ দলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় আওয়ামী লীগের মিছিল থেকে ৪/৫টি ককটেল ছোড়া হয়। ককটেলের বিস্ফোরণে স্প্রিন্টার বিদ্ধ হয়ে ৮/১০ জন আহত হয়।

তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই বিএনপির  কর্মী মিশুক চালক রুবেলের মৃত্যু হয়।

আহতদের মধ্যে শিবিরের কর্মী শাহআলম ও হাকিমের নাম জানা গেছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বাংলানিউজকে রুবেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় ১৮ দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুকুরিয়া এলাকাস্থ গোলাম রাব্বানীর ও তার ভাই ফিটুর বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। এ সময় গোলাম রাব্বানী বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আগুনে বাড়ির ভেতরে থাকা একটি ট্রাক, একটিন প্রাইভেটকার, কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।

রাস্তায় ব্যারিকেড থাকায় থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। তবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনার পরেই উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ-বিজিবি ও র‌্যাব সদস্যদের।

জেলা প্রশাসনের একটি সূত্র ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এসব ঘটনায় স্থানীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ