চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী গোলাম রাব্বানীর নেতাকর্মীদের ককটেলের বিস্ফোরণে বিএনপির এক কর্মী নিহত হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছে আরও ৮/১০ জন। তবে শিবিরের দাবি আওয়ামী লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে ১৮ দলের দুই কর্মী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীর সমর্থকরা দুপুরে শিবগঞ্জ-কানসাট সড়কে মিছিল বের করে।
মিছিলটি পুকুরিয়া এলাকায় এলে সেখানে সড়কে অবরোধ পালন করা ১৮ দলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় আওয়ামী লীগের মিছিল থেকে ৪/৫টি ককটেল ছোড়া হয়। ককটেলের বিস্ফোরণে স্প্রিন্টার বিদ্ধ হয়ে ৮/১০ জন আহত হয়।
তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই বিএনপির কর্মী মিশুক চালক রুবেলের মৃত্যু হয়।
আহতদের মধ্যে শিবিরের কর্মী শাহআলম ও হাকিমের নাম জানা গেছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বাংলানিউজকে রুবেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় ১৮ দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুকুরিয়া এলাকাস্থ গোলাম রাব্বানীর ও তার ভাই ফিটুর বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। এ সময় গোলাম রাব্বানী বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আগুনে বাড়ির ভেতরে থাকা একটি ট্রাক, একটিন প্রাইভেটকার, কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।
রাস্তায় ব্যারিকেড থাকায় থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। তবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনার পরেই উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ-বিজিবি ও র্যাব সদস্যদের।
জেলা প্রশাসনের একটি সূত্র ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এসব ঘটনায় স্থানীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।