Home / রাজনীতি / এফডিসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

এফডিসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের তৃতীয় দিনে এফডিসি’র সামনের রাস্তায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে এক পিকআপ ভ্যান চালক আহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে এঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান জানান, দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে ককটেল নিক্ষেপ করলে এ সময় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে তেঁজগাও থানার উপ-পরিদর্শক (এসআই) নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, ফুটপাতের চায়ের দোকানে আড্ডা দেওয়ার কারনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য তিনি রাস্তার পাশের দোকানগুলোকে দায়ী করেন। এ জন্য ফুটপাতের দোখানগুলো সঙ্গে সঙ্গে উচ্ছেদ করে দেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ