Home / জেলার খবর / ফুলপুরে আ.লীগ প্রার্থীর পথসভার মঞ্চ ও মাইক ভাঙচুর

ফুলপুরে আ.লীগ প্রার্থীর পথসভার মঞ্চ ও মাইক ভাঙচুর

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউল করিম রাসেলের (ঘোড়া) নির্বাচনী পথসভার মঞ্চ ও মাইক ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থী আব্দুল খালেক (আনারস) সমর্থিত নেতা-কর্মীরা।

সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার শেরপুর রোডের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তৃতীয় ধাপে আগামী ১৫ মার্চ ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এনজিও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেককে ক’দিন আগে জেলা আওয়ামী লীগ দলীয়ভাবে সমর্থন দেয়। কিন্তু কেন্দ্র থেকে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আ’লীগ নেতা আতাউল করিম রাসেলকে সমর্থন দেওয়া হয়েছে, এ মর্মে গত দু’দিন যাবত তিনি উপজেলায় প্রচারণা চালান। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলার শেরপুর রোড মোড়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী রাসেলের নির্বাচনী পথসভা চলাকালে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা মিছিল নিয়ে হামলা চালান। এ সময় খালেক সমর্থকরা পথসভার মঞ্চ ও মাইক ভাঙচুর করে বলে রাসেল অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ