Home / রাজনীতি / শনিবার রাজবাড়ী যাচ্ছে খালেদা জিয়া
খালেদা জিয়া

শনিবার রাজবাড়ী যাচ্ছে খালেদা জিয়া

শনিবার রাজবাড়ী যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে জেলার ঐতিহাসিক শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

২০০৮ সালের নির্বাচনের পর এটাই হবে তার প্রথম রাজবাড়ী সফর। আর গত পাঁচ জানুয়ারির নির্বাচনের পর ঢাকার বাইরে বেগম খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা।

বিএনপির চেয়ারপারসনের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় ১৯ দলের নেতাকর্মী ও সমর্থকরা। শনিবারের জনসভায় রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনা জেলার ছয় লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। জেলায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে শহর।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ