জাতির পিতাকে হত্যার পর জিয়া অবৈধভাবে ক্ষমতা হাতিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাইবান্ধা সফরে গিয়ে এক জনসভায় তিনি এ মন্তব্য করেছেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। এর সাথে গাইবান্ধায় সরকারের উন্নয়ন চিন্তাও তুলে ধরেন।
বেকার সমস্যা দূরীকরণের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটা বেকার যুবক প্রশিক্ষণ পাবে।’
বিএনপি’র কর্মকান্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘কোনোরকম সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবে না।’
বিএনপি নেত্রীর জন্মদিনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী এসময় আর্দ্র গলায় ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপি নেত্রী জোর করে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চেয়েছেন। কিন্তু তিনি সফল হতে পারেন নাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হবে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ।’