Home / রাজনীতি / ৪৭ দিন পর বিএনপি অফিসে কয়েক জন

৪৭ দিন পর বিএনপি অফিসে কয়েক জন

দেড় মাসেরও বেশি সময় পর ১০/১২ জন নেতাকর্মী দেখা গেলো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। গত নভেম্বরের শেষ নাগাদ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পর কড়া নিরাপত্তা বলয়ে থাকা কেন্দ্রীয় কার্যালয়ে আর কোন নেতাকর্মীকে দেখাই যায় নি। কিন্তু বৃহস্পতিবার সকাল ১১টা দেখা গেলো, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, আব্দুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম এবং যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম এসেছেন কেন্দ্রীয় কার্যালয়ে। তাদের সঙ্গে আরো ৮/১০ জন কর্মী। কার্যালয়ের সামনে পুলিশ প্রহরা আছে যথারীতি। তবে পুলিশ কাউকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে বা বেরুতে বাধা দেয়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ