রাজধানীর ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দশম জাতীয় সংসদের প্রধান ও তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সোমবার সকালে এই শ্রদ্ধা নিবেদন করে তিনি।
এসময় তার সঙ্গে নতুন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।