Home / আন্তর্জাতিক / শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মনমোহন সিং

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মনমোহন সিং

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যা ছয়টায় শেখ হাসিনাকে টেলিফোনে এ অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আরও জানান, মনমোহন সিং আশা প্রকাশ করেন, আগের মতোই দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ সরকার দু’দেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সমস্যাগুলো রয়েছে, অবিলম্বে সেটা সমাধানের সহজ পথ বের করবে।

আবুল কালাম আজাদ বলেন, মনমোহন সিং বলেছেন, শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্য ও অবকাঠামোতে বিপুল উন্নয়ন সাধন করেছে। মনমোহন আশা প্রকাশ করেন, শেখ হাসিনার সরকার তাঁর মেয়াদকালে এসব ক্ষেত্রে উন্নয়নে আরও ভূমিকার রাখবে। যে সব দল স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, ভারত সব সময় তাদের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন মনমোহন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ