Home / রাজনীতি / সোমবার সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা

সোমবার সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা

সোমবার সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

প্রেস সচিব জানান, সোমবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী গণভবনে দেশি-বিদেশী সাংবাদিকদের ব্রিফিং করবেন।

জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে কথা বলবেন তিনি।

এদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এ) নূর আলম জাদু পেয়েছেন ৪,৯৫৯ ভোট।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ