সোমবার সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রেস সচিব জানান, সোমবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী গণভবনে দেশি-বিদেশী সাংবাদিকদের ব্রিফিং করবেন।
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে কথা বলবেন তিনি।
এদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এ) নূর আলম জাদু পেয়েছেন ৪,৯৫৯ ভোট।