বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন পরাজিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতা হাজি মো. সেলিমের কাছে। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী হাজি মো. সেলিম ১১ হাজার ৬৬৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
ঢাকা-৭ (লালবাগ-চকবাজার-কোতোয়ালি-বংশাল) আসনের মোট ১২০টি ভোটকেন্দ্রে হাজি সেলিম (হাতি) পেয়েছেন ৪২ হাজার ৭ ভোট, আর ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (নৌকা) পেয়েছেন ৩০ হাজার ৩৩৮ ভোট।
হাজি সেলিম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক। দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ আসনে আরো একজন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রিয়াজ উদ্দিন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।