Home / রাজনীতি / পুলিশি বাধায় জাপার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পণ্ড

পুলিশি বাধায় জাপার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পণ্ড

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০ টায় গুলশান ১ নম্বরের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরুর কথা ছিলো। অনুষ্ঠানের আয়োজক জাপা ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এবং বিশেষ অতিথি ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই পুলিশ এসে সেখান থেকে নেতাকর্মীদের বের করে দেয় এবং ব্যানার নিয়ে যায়।

জাপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে কোনো পূর্বানুমতি ছিল না। তাছাড়া এটি কূটনৈতিক এলাকা হওয়ায় তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ