বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ (বুধবার)। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিবছর কেক কেটে উৎসাহ উদ্দীপনার মাঝে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেও এবছর তা হচ্ছে না।
এ ব্যাপারে ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান শীর্ষ নিউজকে বলেন, এ বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবরুদ্ধ, বিএনপির শীর্ষ নেতা ও ছাত্রদলের শীর্ষ তিন নেতৃবৃন্দ কারাগারে বন্দি থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন নেই।
প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা প্রশংসিত হয়। জিয়ার মৃত্যুর পর এইচএম এরশাদের ৯ বছরের শাসনামলে সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল ‘ভ্যানগার্ডে’’র ভূমিকা পালন করে। কিন্তু কয়েক বছর ধরে ছাত্রদল তাদের রাজনৈতিক ছন্দ হারিয়ে ফেলেছে।