Home / রাজনীতি / আজ ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

আজ ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ (বুধবার)। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিবছর কেক কেটে উৎসাহ উদ্দীপনার মাঝে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেও এবছর তা হচ্ছে না।

এ ব্যাপারে ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান শীর্ষ নিউজকে বলেন, এ বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবরুদ্ধ, বিএনপির শীর্ষ নেতা ও ছাত্রদলের শীর্ষ তিন নেতৃবৃন্দ কারাগারে বন্দি থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন নেই।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা প্রশংসিত হয়। জিয়ার মৃত্যুর পর এইচএম এরশাদের ৯ বছরের শাসনামলে সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল ‘ভ্যানগার্ডে’’র ভূমিকা পালন করে। কিন্তু কয়েক বছর ধরে ছাত্রদল তাদের রাজনৈতিক ছন্দ হারিয়ে ফেলেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ