আশরাফুল ইসলাম
চট্টগ্রাম
ভোট কেন্দ্রগুলাতে ভোটার উপস্থিতি যখন একেবারেই নগন্য, তখন bdnews24.com প্রথম পাতায় ছবি দিয়ে রেখেছে বিশাল লম্বা লাইন ধরে মানুষ ভোট দিতে দাঁড়িয়ে রয়েছে।
তবে গুগলে ইমেজ সার্চ দিয়ে দেখা যায় ২ ঘন্টা আগে ভোট শুরু হলেও ছবিটি আপ করা হয়েছে ১২ ঘন্টা পূর্বে। অর্থাৎ ভোট শুরুর ১০ ঘন্টা পূর্বে। তার অর্থ ছবিটি তুলেছে আরো আগে। এই যদি হয় দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার অবস্থা, তাহলে আমরা সাধারণ পাঠকেরা কিভাবে সত্য জানতে পারব?
(মতামত একান্তই লেখকের এবং নিউজ আজকের নিউজ ডটকম-এর সম্পাদকীয় নীতির আওতামুক্ত)