Home / জাতীয় / ১ জানুয়ারি ঢাকায় নামছেন হাসিনা
১ জানুয়ারি ঢাকায় নামছেন হাসিনা

১ জানুয়ারি ঢাকায় নামছেন হাসিনা

ভোট প্রতিরোধের ডাক দিয়ে বিরোধী জোটের লাগাতার অবরোধ শুরুর দিনেই ঢাকায় তিনটি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ঢাকায় নামার আগে মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা রংপুরে কয়েকটি নির্বাচনী জনসভায়ও তিনি বক্তব্য দেবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে ঘোষণা দিয়ে লাগাতার অবরোধ ডাকার আগেই সোমবার দলীয় প্রধানের এই কর্মসূচির ঘোষণা আসে ক্ষমতাসীন দলের।

১ জানুয়ারি দুপুর ২টায় কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ৩টায় পল্লবী হারুন মোল্লা ঈদগাঁ খেলার মাঠ এবং বিকাল ৪টায় উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্র সরণীতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এর আগে ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জে জনসভা করে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, মঙ্গলবার রংপুরে কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার রংপুর আগমনকে কেন্দ্র করে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রীর এই ‘সফরের প্রতিবাদে’ মঙ্গলবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

আসন্ন দশম সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিরোধিতা উপেক্ষা করেই ৫ জানুয়ারির নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।

বিএনপির বর্জনের মধ্যে ইতোমধ্যেই ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ