Home / জাতীয় / দুই নেত্রী জনগণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন

দুই নেত্রী জনগণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন

সরকার ও বিরোধী দলের দুই নেত্রী জনগণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। গতকাল দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। দেশের বিরাজমান পরিস্থিতির জন্য দুই নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, তারা কেউ জনগণের ভালো চান না। ক্ষমতায় আরোহণই তাদের কাছে মুখ্য। এমনকি ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও বিসর্জন দিতে পারেন তারা। এ অবস্থায় দেশের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চরমোনাই পীর।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ