বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ৩০ ডিসেম্বর ‘শিল্পকলা পদক ২০১৩’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐদিন জাতীয় নাট্যশালা মিলনায়তনে বেলা ৩ টা ৩০ মিনিটে এই পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নাটক, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, চিত্রকলা, লোকসংস্কৃতি, চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৭ জন শিল্পীকে এই পদক প্রদান করা হবে। পদক প্রাপ্ত শিল্পীরা হলেন যথাক্রমে নৃত্যকলায় আমানুল হক, যন্ত্রসঙ্গীতে মতিউল হক খান, লোকসংস্কৃতিতে সাইদুর রহমান বয়াতী, চারুকলায় সমরজিৎরায় চৌধুরী, কণ্ঠশিল্পী ফাহমিদা খাতুন, চলচ্চিত্রে মানজারে হাসীন মুরাদ এবং নাট্যকলায় খালেদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশেষ অতিধি হিসেবে থাকবেন তথ্য এবং সাংস্কৃতিক মন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এখন থেকে প্রতি বছর এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়।