এক-এগারোর কুশীলবরা আবার সক্রিয় ও সোচ্চার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল গ্রহণ ও ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এক-এগারোর কুশীলবরা এখন অনেক কথা বলছে। কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার সময় যখন হরতাল দেওয়া হয়েছে তখন কেন তাদের চেতনা জাগ্রত হয়নি?’
এ সময় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসির ফলাফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।