
সিদ্ধার্থের স্ত্রীর আহাজারি
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে বহনকারী র্যাবের বিশেষ এয়ারবাসটি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর ত্যাগ করে।
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ারবাস যোগে সিএমএইচ এ পাঠানো হয়। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ সমাবেশে শেষে বাড়ি ফেরার পথে মহানগরের লোকনাথ স্কুলের সামনে দুর্বৃত্তরা পুলিশের চলন্ত গাড়িতে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। এতে ওই গাড়িতে থাকা পুলিশের নয় সদস্য সীদ্ধার্থ, আনন্দ, তৌহিদ, শাহরিয়ার, রাফি, সোহেল রানা, আসাদ, আবদুল মজিদ ও রায়হান আহত হন। এদের মধ্যে সীদ্ধার্থের বুকে, আনন্দ, শাহরিয়ার মাথায় এবং রাফির চোখে স্প্রিল্টারের আঘাত লাগে।
ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর আহাজারি।